Tuesday , April 24 2018
Breaking News
Home / লাইফ স্টাইল / শরীরের কোথায় তিল থাকলে আয় হবে প্রচুর!

শরীরের কোথায় তিল থাকলে আয় হবে প্রচুর!

মানুষের শরীরে তিল থাকলে বাহ্যিক সৌন্দর্য বাড়ে। বিশেষ করে মুখমণ্ডলে তিল থাকলে আলাদা সৌন্দর্য চোখে পড়ে। আসুন জেনে নেই শরীরের কোথায় তিল থাকলে কি হয়।

বাম গালে
বাম গালে তিল থাকলে আপনার আয় হবে প্রচুর। কিন্তু টাকা খরচও হবে পানির মতো। ফলে সঞ্চয় করতে পারবেন না।

ঠোঁটের নিচে
ঠোঁটের নিচে তিল থাকলে দেখতে সুন্দর লাগে ঠিকই। কিন্তু অর্থকষ্টের হাত থেকে কেউ বাঁচতে পারবেন না।

বাম হাতের তালুতে
টাকা হাতে রাখা আপনার জন্য মুশকিল। আয় করবেন যথেষ্ট। কিন্তু আয়ের চেয়ে ব্যয় হবে বেশি।

বাম হাঁটুতে
সঞ্চয় করার অনেক চেষ্টা করবেন আপনি। কিন্তু অর্থকষ্টে ভুগতে হতে পারে আপনাকেও।

তর্জনীতে
তর্জনীতে তিল থাকলে টাকা পয়সা সংক্রান্ত সমস্যায় সারা জীবন ভুগতে হতে পারে আপনাকে।

ভ্রুতে
ভ্রুয়ের মধ্যে বড় তিল অর্থকষ্টের ইঙ্গিত দেয়। তাদের বিবাহিত জীবনও খুব একটা সুখের হয় না। বেশিরভাগ জীবনই কেটে যায় টানাপড়েনের মধ্যে।

বাম বগলে
বাম বগলে তিল থাকলে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। শারীরিক সমস্যাজনিত কারণে প্রচুর টাকা খরচ হতে পারে আপনার।

Loading...