Sunday , April 22 2018
Breaking News
Home / বিনোদন / মনে আছে এই নায়িকাকে? তিনি এখন কী করছেন

মনে আছে এই নায়িকাকে? তিনি এখন কী করছেন

মিলেনিয়াম ইয়ারে আত্মপ্রকাশ করেছিলেন ভূমিকা তেলেগু ছবি দিয়ে। তার পরে বিগ ব্রেক সালমান খানের বিপরীতে ‘তেরে নাম’ ছবিতে। দক্ষিণে একাধিক ভাষার ছবিতে কাজ করা ছাড়াও ভোজপুরী এবং পঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন।

বলিউডে খুব একটা ভাল পা জমাতে পারেননি। তাই ২০০৭-এর পরে আর হিন্দি ছবিতে তাঁকে দেখা যায়নি। কিন্তু ছবির জগত থেকে তিনি বিদায় নেননি। দক্ষিণী সিনেমায় টানা অভিনয় করে গিয়েছেন।

এই বছর তিনি আবার ফিরছেন বলিউডে। ছবির নাম ‘লাভ ইউ আলিয়া’। আগামী মাসেই রিলিজ হওয়ার কথা এই ছবি। সানি লিওনিকেও একটি ছোট চরিত্রে দেখা যাবে এই ছবিতে। এছাড়া ভূমিকা অভিনয় করেছেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে।

Loading...