Tuesday , April 24 2018
Breaking News
Home / তথ্য ও প্রযুক্তি / সেই পূর্ণিমা রাণীকে চাকরি দিলেন তারানা

সেই পূর্ণিমা রাণীকে চাকরি দিলেন তারানা

নে পড়ে সেই পূর্ণিমাকে? ২০০১ এর ১ অক্টোবর নির্বাচন-পরবর্তী বিএনপি-জামাতের পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিল ১৪ বছরের মেয়েটি। হ্যা, আমি সিরাজগঞ্জের সেই পূর্ণিমা শীলের কথা বলছি। আজ আমি গর্বিত আমি পূর্ণিমাকে আমার “পার্সোনাল অফিসার” হিসাবে নিয়োগ দিলাম। পূর্ণিমা, তোমাকে আমরা ভুলে যাইনি। জীবনের অন্ধকার রূপ তুমি দেখেছো, আলোর জগতে তোমায় স্বাগতম… শুরু হোক নতুন পথচলা। তোমাকে অভিবাদন প্রিয় পূর্ণিমা।

এভাবেই নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে লিখেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। উল্লেখ্য, পূর্ণিমা বিএনপি-জামায়াত ক্যাডারদের ওপর পৈশাচিক নির্যাতন করে। তখনই আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজ খবর নিয়েছিলেন।

Loading...